Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা তথ্য অফিস ফেনীর আয়োজনে ছাগলনাইয়া উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত
বিস্তারিত

২০/১১/২০২৩খ্রিঃ

জেলা তথ্য অফিস ফেনী কর্তৃক “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচীর আওতায়” নারী সমাবেশ অনুষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিস ফেনীর আয়োজনে ‘‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)” কর্মসূচীর আওতায় ২০/১১/২০২৩ ইং তারিখে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। ফেনী জেলা তথ্য অফিসার জনাব মোহাম্মদ রাশেদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোশারাফ হোসেন, ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা মোমেনা বেগম, ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোঃ মোশারফ হোসেন । প্রধান অতিথির বক্তব্যে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম কমল বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য নারী শিক্ষার উপর এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি মাদকমুক্ত সমাজ গড়ার জন্য মায়েদের সচেতনতার উপর জোর প্রদান করেন । তিনি উপস্থিত সবাইকে সর্বজনীন পেনশন স্ক্রিমের আওতায় আসার আহব্বান জানান। উক্ত নারী সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড যথা-স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী বিশেষ উদ্যোগসহ, সরকারের অর্জিত সাফল্য, উন্নয়ন পরিকল্পনা, গুজব, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, সরকারের মেগা প্রকল্প, ডেঙ্গু প্রতিরোধ প্রভৃতি বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন। এতে স্বাগত ও সভাপতির বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার (রু: দা:) জনাব মোহাম্মদ রাশেদুল হক। এতে তৃণমুল পর্যায়ের নারী, জনপ্রতিনিধি, সুধী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
21/11/2023
আর্কাইভ তারিখ
15/01/2024