বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জেলা তথ্য অফিস ফেনী এর আয়োজনে ফেনী জেলার পরশুরাম উপজেলার ৩নং চিতলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফরোজা হাবিব শাপলা, উপজেলা নির্বাহী অফিসার - পরশুরাম ; বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জসিম উদ্দিন, চেয়ারম্যান - ৩নং মির্জানগর ইউনিয়ন পরিষদ, পরশুরাম এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এস.এম. আল আমিন,তথ্য অফিসার,জেলা তথ্য অফিস, ফেনী।এতে আরো উপস্থিত ছিলেন জনাব জাফর ইকবাল ভুইয়া, সদস্য-৭ নং ওয়ার্ড, চিতলিয়া ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মো.শামসুল আলম,সচিব, চিতলিয়া ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানের শুরুতে চিতলিয়া ইউপি চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন বটানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি এরপর উপস্থিত নারীদের বাল্যবিবাহ বন্ধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।পাশাপাশি গোপনে বাল্যবিবাহ দেয়ায় অভিবাবকদের উপর ক্ষোভ প্রকাশ করেন। প্রধান অথিতি জনাব আফরোজা হাবিব শাপলা তাঁর বক্তব্যে নারীদের উদ্দেশ্যে বাল্যবিবাহে মেয়েদের কি ক্ষতি হয় তা বিস্তারিত আলোচনা করেন। তিনি মেয়েদের বোঝা মনে না করে শিক্ষিত করার জন্য সকলের প্রতি উদাত্তকণ্ঠে আহ্বান জানান। এরপর তিনি সার্বজনীন পেনশন স্কীম নিয়ে আলোচনা করেন। সমাপনী বক্তব্যে সভাপতি জনাব এস.এম.আল আমিন বাল্যবিবাহ ও যৌতুক বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মাদক থেকে পরিবারকে রক্ষা করতে পারিবারিক অনুশাসনের প্রতি গুরুত্ব আরোপ করেন।সব শেষে সার্বজনীন পেনশন স্কীমে অন্তর্ভুক্ত হয়ে বৃহত্তর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসার জন্য আহ্বান জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস