উন্নত জাতি গঠন, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত সমাজ বিনির্মান,মানসম্মত শিক্ষা বিস্তার, মাদক ও গুজব বিরোধী বাংলাদেশ বিনির্মানে সরকারের পদক্ষেপ, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তা হিসেবে সার্বিক আলোচনা করেন জনাব এস.এম.আল আমিন, জেলা তথ্য অফিসার, ফেনী।তিনি প্রথমেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতো নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং নির্বাচনকে অর্থবহ করে তোলার জন্য উক্ত এলাকার জনগনকে ধন্যবাদ জানান।এরপর আনন্দপুর গ্রামের শিক্ষা বিস্তারের জন্য করণীয় এবং সরকার যেসব সুবিধা বিনামূল্যে দিচ্ছে তা আলোচনা করেন।মাদকমুক্ত সমাজ বিনির্মানে সরকার যে "জিরো টলারেন্স" অবস্থায় আছে তা জানিয়ে তিনি মাদকের ভয়াবহ কুফল তুলে ধরেন। তারপর তিনি "সার্বজনীন পেনশন স্কীম" সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।গ্রামবাসী এই স্কীম সম্পর্কে আগে থেকে অবগত না থাকায় এ বিষয়ে তারা নানা প্রশ্ন করেন এবং এ স্কীমে অন্তর্ভুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। উক্ত এলাকায় যৌতুকের প্রভাব ও প্রচলন থাকায় যৌতুক প্রতিরোধে নারী শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করে তিনি বলেন - " সরকার মেয়েদেরকে শিক্ষিত করতে যেসব সুযোগ সুবিধা প্রদান করছে তা গ্রহণ করে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানোর দায়িত্ব আপনাদের,এরপর মেয়েরাই আপনাদের দায়িত্ব নেয়ার সক্ষমতা অর্জন করে নিবে"। উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক জনাব আসাদুল্লাহ, মো. সিরাজ, ও মো. ফারুক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস