জেলা তথ্য অফিস ফেনীর আয়োজনে”স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ বিল্পবের চ্যালেন্জ মোকাবিলায় করণীয়” শীর্ষক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন-সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,সাবেক ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব,ফেনী শহর ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ হাজারী ও বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ,বিশিষ্ট ব্যবসায়ী,বিভিন্ন বিদ্যালয়/কলেজের আইসিটি বিষয়ক শিক্ষক ও সাংবাদিকগণ। উক্ত অনুষ্ঠান সঞ্চলানা করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জনাব ফাহমিদা হক।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,জেলা তথ্য অফিসার এস.এম.আল-আমিন। উক্ত অনুষ্ঠানে প্রদান অথিতি জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান তাঁর বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রেক্ষাপট,সুবিধা ও বিভিন্ন সরকারি উদ্যোগ তুলে ধরেন।পাশাপাশি শিশুদের পাঠ্যবইয়ে এ বিষয়ে পাঠ সংযুক্তির কথা বলেন।
বিশেষ বক্তা হিসেবে সাংবাদিক দিলদার হেসেন স্বপন প্রযুক্তি ব্যবহারে সকলের সমান অংশগ্রহণকে গুরুত্ব দেন। বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের মানসিক শক্তিই হবে আমাদের এগিয়ে যাওয়ার হাতিয়ার। আলোচনা সভার সভাপতি জেলা তথ্য অফিসার এস. এম.আল-আমিন তাঁর বক্তব্যে বলেন-সামনের দিনগুলোতে শ্রমঘন জীবিকার পরিবর্তে প্রযুক্তি নির্ভর পেশা গ্রহণ করা সময়ের দাবি। এজন্য প্রযুক্তিগত বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস