Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
mohilla somabesh
Details

 জেলা তথ্য অফিস, ফেনীর আয়োজনে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে  সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।  জেলা তথ্য অফিসার জনাব মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, (উপসচিব) উপপরিচালক,স্থানীয় সরকার বিভাগ,ফেনী। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদরের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসাইন পাটোয়যারী,ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকাসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ,সমাজসেবকগণ। মহিলা সমাবেশে বক্তারা মাননীয় বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ, গুজব,অপপ্রচার, সাম্প্রদায়িকতা,বাল্যবিবাহ,মাদক বিরোধী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।    প্রধান অতিথি ড. মঞ্জরুল ইসলাম বলেন, "বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।মাদক,বাল্যবিবাহ এবং গুজবের মতো সামাজিক সমস্যাগুলোর বিষয়ে সচেতন থাকতে হবে। প্রশিক্ষণের গ্রহনের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজেদের আত্মনির্ভরশীল হতে হবে।"  উক্ত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের মহিলারা অংশগ্রহন করেন।  অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Images
Attachments
Publish Date
16/08/2022
Archieve Date
31/08/2023