Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ফেনী'র দাগনভূঁইয়াতে নারী সমাবেশ অনুষ্ঠিত
Details
স্মার্ট বাংলাদেশ, সরকারের অর্জিত সাফল্য,উন্নয়ন পরিকল্পনা,দুর্নীতি,  মাদক,যৌতুক ও বাল্য বিবাহ,ডেঙ্গু  প্রতিরোধ ইত্যাদি বিষয়ে ফেনী'র দাগন ভূঁইয়া আজিজিয়া  ফাজিল মাদ্রাসায় "নারী সমাবেশ " অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দাগনভূঁইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দাগন ভূঁইয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি নুরুল হুদা ও অধ্যক্ষ ফারুক আহমেদ। 
 স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা তথ্য অফিসার  এস.এম আল আমিন। 
প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই বলেন -
মাননীয় প্রধানমন্ত্রীর নারী বান্ধব কর্মসূচীর অংশ হিসেবে আজ বাংলাদেশের সংসদের স্পীকার থেকে শুরু করে আজ সর্বক্ষেত্রে নারীদের জয়জয়কার।ফেনী জেলার জেলা প্রশাসক এবং শীর্ষ কর্মকর্তাগণ বেশিরভাগই নারী। আজকে দেশের প্রতিটা সেক্টরে নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।  তিনি নারীদের গুজব থেকে বিরত থাকতে নানা বাস্তবমুখী উদাহরণ দিয়ে সুন্দরভাবে আলোচনা করেন। আগে ডিজিটাল বাংলাদেশের কথা বললে মানুষ বুঝতো না,এখন মানুষ  সব কাজ অনলাইনেই করতে পারছে।বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ হবে।
এরপর ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ এর পার্থক্য আলোচনা করেন।
বিশেষ অতিথি নুরুল হুদা  বলেন,  বর্তমান সরকারের নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে আজ মেয়েরা উপবৃত্তি পাচ্ছে,মায়েরা মাতৃত্ব ভাতা পাচ্ছে,বিধবা ভাতা পাচ্ছে।
  যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে জেলা প্রশাসনের ভূমিকা আলোচনা করেন- অধ্যক্ষ ফারুক আহমেদ 
তথ্য অফিসার  এস.এম.আল আমিন তাঁর বক্তব্যে সরকারের নানা কর্মসূচী বাস্তবায়নে নানা অংশীজনদের ধন্যবাদ দেন।
ইভটিজিং প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি নানা সমাজিক কুপ্রথা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সহায়তা নেয়ার জন্য উপস্থিতিকে আহ্বান করেন।
Attachments
Publish Date
18/09/2023
Archieve Date
18/09/2023