“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব ফাহমিদা হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে "কনসেপ্ট পেপার" উপস্থাপন করেন -জনাব এস.এম.আল-আমিন, তথ্য অফিসার জেলা তথ্য অফিস, ফেনী
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন - জনাব আনোয়ার হোসাইন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ফেনী সদর), সহকারী প্রসিকিউটর জনাব হাবিবুর রহমান, সহ আরো অনেকে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী যে চারটি স্তম্ভের কথা ঘোষণা করে তা সবিস্তারে বর্ণনা করার পাশাপাশি ২০৪১ সালের মধ্যেই কেন স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে হবে তা তুলে ধরেন।
উপস্থাপনায় "স্মার্ট বাংলাদেশ" বিনির্মাণে বিশ্বের যে কয়টি মডেল অনুসৃত হয়েছে তা আলোচনা করা হয় যেমন - এস্তোনিয়ার "ই-আইডি" মডেল, জাপানের "কুমোন লার্নিং মোড", ভারতের " আধার" ও " ফিউচার স্কিলস প্রোগ্রাম", ভিয়েতনামের " ইউনিভার্সাল স্মার্টফোন প্রোগ্রাম" দক্ষিণ কোরিয়ার " চতুর্থ শিল্প বিপ্লব পলিসি"
অনুষ্ঠানে "স্মার্ট বাংলাদেশ" বিনির্মানে নাগরিকদের করণীয় হিসেবে যে কয়টি বিষয় তুলে ধরা হয় তা হলো-
১) কর্ম সৃজনে মনোযোগী হওয়া
২)আবাদী জমির পরিমাণ বাড়ানো
৩)প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়া
৪)রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়ানো
৫)নিয়মিত কর প্রদান
৬) আইন মান্য করা
৭)মানসম্মত শিক্ষা গ্রহণ করা
৮) শক্তির অপচয় রোধ করা
৯) দুর্নীতি প্রতিরোধ করা
কনসেপ্ট পেপার উপস্থাপন শেষে উন্মুক্ত আলোচনা হয়।এতে উপস্থিতির মধ্য থেকে অনেকে "স্মার্ট বাংলাদেশ" বিনির্মাণে কিছু করণীয় সম্পর্কে আলোচনা করেন
স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ
আয়োজনে: জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS